সময়ের পরিবর্তনে রাজার বেশে বসন্তের আগমন,
প্রকৃতিতে আনে সুখ জাগানিয়া নব-প্রাণের স্পন্দন।
অপরূপ সাজে সজ্জিত হাস্যোজ্জ্বল বৃক্ষ-রাজি,
কোকিলের কুহুতানে হৃদয় উদ্বেলিত, বসন্ত এসেছে আজি।
বসন্তের রঙ দিকে দিকে ছড়ায় সৌন্দর্যের আগ্রাসন,
দখিনা মলয় ভালোবাসার ছোঁয়ায় হৃদয়ে জাগায় শিহরণ।
প্রকৃতির গায়ে নতুন পোশাক পরায় আলতো-উষ্ঞ বাতাস,
নীল রঙ মেখে উচ্ছাসে মাতে অনাবিল উদার আকাশ।
প্রকৃতিকে রাঙ্গিয়ে গাছে গাছে উদ্বেলিত পলাশ-শিমুল,
নাম না জানা পাখির মিষ্টি সুরের মূচ্র্ছনায় প্রকৃতি মশগুল।
কচি পাতায় পাতায় আলোর নাচন, মনে দেয় দোলা,
ফুল ফুটবার পুলকে পুলকে হৃদয়-দোয়ার খোলা।
বন-বনান্তে, কাননে-কাননে কত না রঙের বাহার,
পাগলা হাওয়ার উত্তরীয় উড়িয়ে, বসন্ত এসেছে আবার।
মায়াবী আলোর রেশমী চাদরে সাজানো স্বপ্নীল আবেশ,
সবুজে সবুজ আর নীলিমার নীলে হাসে
                                     রূপসী-বাংলাদেশ।।