(মহান বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ত্রোর প্রতি শ্রদ্ধা জানিয়ে লেখা)


চোখে স্বপ্নের আনাগোনা
বুকে সিংহের তেজ,
মুখে স্লোগান ”হয় সাম্যবাদ, নয় মৃত্যু”,
লোকাটি চেনা সকলের- ফিদেল ক্যাস্ত্রো।
সাম্রাজ্যবাদী হিংসার বিরুদ্ধে সুনীল আকাশ,
আমেরিকার নাকের ডগায়
ছোট্ট দ্বীপের স্পর্ধার নাম- ফিদেল ক্যাস্ত্রো।
বিশ্ব কাঁপানো কিউবা বিপ্লবের মহান নেতা,
দেশে দেশে সাম্যের ফেরিওয়ালা- ফিদেল ক্যাস্ত্রো।
বিশ্ব-জুড়ে সাম্যবাদের স্বপ্নচারীদের নায়ক,
নিপীড়িত মানুষের সাহসের উৎস- ফিদেল ক্যাস্ত্রো।
বর্ণ-বাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক,
বিংশ-শতাব্দীর কিংবদন্তী,
সর্বদা জয়ের পথের অকুতোভয় যাত্রী- ফিদেল ক্যাস্ত্রো।
নিরন্ন, অসহায়, নিপীড়িতের প্রতি শোষণের বিরুদ্ধে,
ক্রোধের আগুনে জ্বলে উঠা নাম- ফিদেল ক্যাস্ত্রো।
পৃথিবীর প্রান্তে প্রান্তে অজস্র মানুষের প্রতিবাদের ভাষা,
আত্ম-মর্যাদার সাথে বেঁচে থাকার পথ দেখানো
নেতার নাম- ফিদেল ক্যাস্ত্রো।


হাভানার রেভ্যুলেশন স্কয়ার কাঁদছে,
কাঁদছে হাজারো মানুষ,
তিনি ছিলেন তাদের দ্বিতীয় পিতার মতো
তিনিই তো- ফিদেল ক্যাস্ত্রো।


জীবিতের চেয়েও শক্তিমান
গোলাপ সুবাসিত সালাম তোমায় কমরেড।