৫২-তে শুরু করে
৭১-এও হয় নাই শেষ,
শেষ লড়াইটা লড়তে হবে
রুখে দাঁড়াও বাংলাদেশ।


আমার ভাইয়ের রক্তে রাঙ্গা
এই পতাকাই আমার দেশ,
লাখো মায়ের সম্মান বাঁচাতে
রুখে দাঁড়াও বাংলাদেশ।

এ প্রজন্মের লাখো তরুণ
সত্য চেনো, সত্য বলো
সত্য কখনো হয় না শেষ,
মিথ্যা আর ভন্ডামীকে নিশ্চিহ্ন করতে
রুখে দাঁড়াও বাংলাদেশ।


দেশ প্রেমের উদ্দীপনায়
সামনে থেকে লড়তে হবে,
প্রগতির স্বেত-পাথরে এদেশটাকে গড়তে হবে,
মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে এগিয়ে যাবে আমার দেশ,
শত গ্লানি, শত অপমান পিছনে ফেলে
রুখে দাঁড়াও বাংলাদেশ।।