একই সাথে থাকি, এক বিছানায় ঘুম,
খুব আবেগে কেঁপে, গোলাপ ঠোঁটে চুম।
দেহের সাথে দেহ, গোপন কিছু নয়,
সুখে অবগাহন, প্রাণের সৃষ্টি হয়।
অনেক কিছুই হয়, কিছু মনে রয,
কিছু সয়ে যায়, কিছু জয়ী হয়।
একই সাথে হাসি, অনেক অনেক সুখ,
কান্নাও কিছু থাকে, গোপন কিছু দুখ।
ভালোবাসাবাসি, বুকের মাঝে ঢেউ,
উত্তাল ঝড়ে বুঝি, আমরা নইতো কেউ।
আমরা নইতো কেউ, কেউ আমাদের নয়,
অনেক হিসাব করে, নয়কে করি ছয়।
খুঁন-সুটিতো হয়ই, ঝগড়া-ঝাটিও কিছু,
মাঝে মাঝেই ছুটি, ছায়ার পিছু পিছু।
ছায়াই অবশেষে, পাশে পাশে রয়,
কাছাকাছি থেকেও কেন জানি ভয়।
দিন গড়িয়ে যায়, পুরনো হয় গান,
ভালোবেসে-বেসে, ভালোবাসা ম্লান।