হেমন্তের বিকেলে হলদেটে আলো
সকালের রোদটাও সোনা ঝরা মিষ্টি,
শিউলীর গায়ে গায়ে সাদা সাদা হীম
মুক্তোর দানায় দানায় হেমন্তটা সৃষ্টি।


শিশির ঝরা নিশীথে ফোটে শিউলী-কামিনী
ক্ষেত-খামারে উঠে রাশি রাশি ধান,
ধবল বকের দল স্বপ্ন উড়ায়
নবান্নটা এনে দেয় গ্রামে গ্রামে প্রাণ।


ঝুটিওয়ালা টিয়ে আর কাকাতুয়ার দল
উচ্ছাসে উড়ে যায় কোথায় কে জানে,
ধীরে ধীরে নেমে আসে কুয়াশার চাদর
হেমন্তের জয়গান কবিতা ও গানে।


গাছে গাছে আলো ছড়ায় খেজুরের রস
মিষ্টি রোদে বসে পিঠা খাওয়ার ধুম,
দূর্বাঘাসের ঠোঁটে খুব ভালোবেসে
অনাঘ্রাতা শিশিরের অনাবিল চুম।


হেমন্ত নিয়ে আসে জ্যোৎস্নার প্লাবন
মিষ্টি রোদের আদর, কুয়াশার স্তর,
শীতের আগমনী, সমৃদ্ধির উদ্ভাস
ধানের মিষ্টি গন্ধে নাচে কৃষকের অন্তর।


অকৃপণতায় ছড়াও তুমি রূপের জৌলুস
মায়াবী আলোর স্রোতে আমরা হারাই,
অন্নপূর্ণা তুমি, তুমি অপরূপা
তোমার ছোঁয়া যেন বার বার পাই।