এই তুমি তো সেই তুমি নেই
যার হৃদয়ে আমার খানিক স্থান ছিলো,
এই তুমি তো সেই তুমি নেই
যে জন আমার ভালোবাসার জান ছিলো।
এই তুমি তো সেই তুমি নেই
যার জন্য চাঁদনী রাতে আমার কিছু গান ছিলো,
এই তুমি তো সেই তুমি নেই
যার কারণে আমার দেহে প্রাণ ছিলো।
এই তুমি তো সেই তুমি নেই
যার কারণে প্রেমের সাকোয় দোল ছিলো,
এই তুমি তো সেই তুমি নেই
যার দু’গালে গোলাপ রাঙা টোল ছিলো।
এই তুমি তো সেই তুমি নেই
যার দু’চোখ অচিন পাখির নীড় ছিলো,
এই তুমি তো সেই তুমি নেই
যার মরাল গ্রীবায় যাদু-মাখা তীর ছিলো।
এই তুমি তো সেই তুমি নেই
যার কারণে আমার নদীর কূল ছিলো,
এই তুমি তো সেই তুমি নেই
যার জন্য প্রেমের নৌকায় রঙিলা পাল উড়ছিলো।


সেদিন না হয় আমার কিছু ভুল ছিলো,
বুঝতে চাওনি, তোমার জন্যই আমার সকল ফুল ছিলো।