ও’রা শিশু শ্রমিক, কালি-মাখা পবিত্র দেহ
রক্তের দামে খোঁজে নিত্যদিনের খাবার,
ও’রা শিশু শ্রমিক, শ্রম বেঁচে রাত-দিন
সুযোগ হয় না স্কুলে যা’বার।।


ও’রা শিশু শ্রমিক, উন্নয়ন ও’দের জন্য নয়
নিত্য-সঙ্গী নির্যাতন, লাঞ্চনা ও বঞ্চনা,
ও’রা শিশু শ্রমিক, খিস্তি-খেউড়ই ও’দের বিনোদন
শত দুঃখ-কষ্টেও কেউ দেয় না ও’দের স্বান্তনা।।


ও’রা শিশু শ্রমিক, ও’রা ভালোবাসার যোগ্য নয়
ললাটে লেখা অপমান, অপমান আর অপমান,
ও’রা শিশু শ্রমিক, জন্মানোই যেন ও’দের পাপ
ও’দের ছায়া মাড়ালেই হানি হয় আমাদের সম্মান।।


ও’রা শিশু শ্রমিক, এটা ও’দের দায় নয়
অপরাধ এ সমাজ ব্যবস্থার,
ও’রা শিশু শ্রমিক, এটা মোটেও ও’দের নিয়তি নয়
সোনালী্ আগামীর আভায় শিশুদের রাঙ্গাতে
এসো, ভেঙ্গে ফেলি শোষণের হাতিয়ার।।


(শিশু অধিকার সপ্তাহ ২০১৬ উপলক্ষে রচিত)