হতাশ হয়ো না
কালো মেঘের আড়ালে সূর্য্য হাসে,
হারার আগেই হেরে যেয়ো না
উত্তাল সমুদ্রেও জীবন ভাসে।


হতাশ হয়ো না
গভীর কালো রাত্রির পরেই-তো আসে
আলোক ঝলমল দিন।
ভেঙ্গে পড়ো না
ঘন কুয়াশাও স্থায়ীত্ব পায় না,
আলোতে হয় বিলীন।


এগিয়ে যাও দৃপ্ত পায়ে
শত বাধা পেরিয়ে,
দূরে তাকাও তীক্ষ্ম দৃষ্টিতে
নিকষ কালো অন্ধকার এড়িয়ে।


বিনয়ী হও
বিনয় মানেই ছোট হওয়া নয়,
অহংকার ভালো নয়
অহংকারে সাম্রাজ্যেরও পতন হয়।


সাহসী হও
দিনশেষে সাহসীরাই বিজয়ী হয়,
প্রতিবাদী হও
অন্যায়ের প্রতিবাদ না করাটা
কোন জীবনই নয়।