ভালো লাগে ছোট্ট নদী,
পাল-তোলা নাউ, ঢেউয়ের দোল।
ভালো লাগে ছোট্ট শিশু,
তুলতুলে গাল, অবাক টোল।
ভালো লাগে সহজ কথা,
সরল মানুষ, সত্য বলা।
ভালো লাগে একা একা,
শুধু্ই একা, পথটি চলা।
ভালো লাগে নিশীরাতে,
আকাশ ভরা তারার মেলা।
ভালো লাগে অথৈ পানি,
সাহসী লোক, কলার ভেলা।
ভালো লাগে মাঝে মাঝে,
কল্পনাতে হারিয়ে যাওয়া।
ভালো লাগে ছদ্মবেশের এ-জমানায়,
সাচ্চা লোকের দেখা পাওয়া।


খারাপ লাগে মিথ্যা বলা,
বাঁচাল মানুষ, ভন্ডামী আর লোভ-লালসা।
খারাপ লাগে সুবিধাবাদী
হৃদয়হীনের মিছেমিছি ভালোবাসা।
খারাপ লাগে ছল-চাতুরী, কপটতা
মিল না পাওয়া কথা এবং কাজের সাথে।
খারাপ লাগে শ্রমজীবীর কঠিন জীবন,
পরিবর্তনহীন, একই থাকা প্রতি প্রাতে।
খারাপ লাগে পৌষের রাতে বস্তিবাসী,
ছোট্ট শিশুর শীতের কাঁপন।
খারাপ লাগে অনাহারীর পাশে থেকে,
কিছু লোকের স্বর্গ-যাপন।।