আজকাল আকাশ থাকে মেঘলা,
হাল্কা বৃষ্টি তুফান সাথে বৃষ্টি শিলা,
বুঝি না এটা কি! মাস বৈশাখ?
বাজারে নাই পর্যাপ্ত পরিমান সব্জি শাখ,


প্রত্যহ চলছে গোধূলির বেলা,
ভয়ে বেরোচ্ছে না শ্রমিকদের ঠেলা,
কি ভাবে বেরোই ঘর থেকে একেলা,
চলছে লাগাতার এভাবে প্রকৃতির খেলা।


রাস্তায় প্রত্যহ চলে যানজট,
অনেকে পারাপার হতে খায় হুঁচট,
এমনি ভাবে চলবে আর কত দিন,
বুঝে গেছে সবাই ফিরতে দেরি সুদিন।


এখন জানি সবে বসন্ত কাল,
এইভাবে চলে যদি পাল,
পারবে না মাঝি নৌকা ঠেকাতে ঐপার,
বিপদ শুরু;নাহি পারে করিতে বেপার।


নাহি বসন্ত না কাল বর্ষা,
চাষিরা ভয়ে ফেলতে চাইছেনা শরিষা,
বাড়বে দাম দেবেন মাথায় হাত,
কৃষক,গরীব বন্ধু খাবেন কি করে ভাত,
তবু পরিশ্রম করছেন তারা সারা দিনরাত।