যৌবনে করেছি ভুল নাহি ছিল জাত কুল,
মোর স্বপ্ন ভেঙ্গে চুরমার ভেবেছি গোলাপ ফুল।
এই মোর আল্লাদ চির অভিলাস,
অভিলাস হল নির্মুল আমার প্রয়াস।
রাতের আঁধারে শয়নে মোর কত ছিল স্বপ্ন,
ভোর হওয়ার আগে পালিয়ে গেল যতসব প্রশ্ন।
কোথায় যাব কোথায় পাব ছিল মোর মনে,
একটু আধটু করে নিয়ে গেলে মোর ঘুমন্ত মগ্নে।
আজও আমি আঁতকে উঠি তুমার পানে চায়,
আরাধনায় ব্রতি হই পাশে যেন পাই।
প্রেমাসক্ত হয়ে আমি ঘুড়িয়া বেড়ায়,
পাছে লোকে কিছু বলে মোরে না যেন পায়।
হাল্কা বিস্তর মনে মোর আঘাতের চিহ্ন,
উত্তর আজও দিতে পারনি রয়ে গেল সেই প্রশ্ন।