মোগল ইতিহাসের শ্রেষ্ঠ তিন জন
জেবুন্নিসা জাহানারা আর গুলবদন
মোগলের শাহজাদী দিল্লীর হেরেম,
আলো করে ছিল তারা নিকষিত হেম ।


মোগলের ইতিহাস বাবরের কথা
লিখে গেছে গুলবদন পাই সে বারতা ।
শাহজাহান মমতাজ কন্যা জাহানারা
জীবন বার্ধক্যে হয় পিতা রাজ্য হারা ।


দুঃসহ সে জীবনের পিতার সঙ্গিনী
মাতৃরূপী জাহানারা কীর্তিমান তিনি ।
আওরঙ্গজেব দুহিতা নাম জেবুন্নিসা
সাহিত্যিক,কবি শ্রেষ্ঠ তার জ্ঞান তৃষা ।


হিরন্ময় রূপ নিয়ে ছিল বর্তমান
ইতিহাসের তিন কন্যা মোগলের মান ।