সেকালের বধূ বেশে একালের মেয়ে
চলেছেন একাকিনী পথখানি বেয়ে ।
অপরূপ রূপ তার সুন্দরী ষোড়শী
সিঁথিতে সিঁদুর মাখা ওষ্ঠে মৃদু হাসি ।
আলতায় পা দু'খানি রাঙ্গা পদ্মফুল
লাল পেড়ে সাদা শাড়ি,নাই তার তুল ।
দুধে আলতা রঙে তার সুবর্ণ সুন্দর
দুইটি মৃণাল ভূজ অতি মনোহর ।


সবাই মোহিত হয় সেই রূপ দেখে
দেখা মাত্রই অন্তরে যায় ছবি এঁকে ।
ভুলিতে পারি না তাকে সুন্দরী অনন্যা
হৃদয়ের মাঝে জাগে রূপবতী কন্যা ।


তিল তিল রূপ নিয়ে আঁকা তিলোত্তমা
সেকালের বধূ বেশে একালের বামা ।