মাতৃ পিতৃ হারা শিশু,নাম তার মীম
বাড়ির সবাই বলে সেতো এয়াতিম ।
তার সে মনের কথা জানে নাতো কেউ
দুঃখের সাগর বুকে অনন্তের ঢেউ ।
খালা,ফুফু আদরেতে ভরে দেয় মন
তবুও মানে না তার মনের ক্রন্দন ।
দুঃখের সান্ত্বনা শুধু দুঃখকে বাড়ায়
মনেতে অনন্ত কষ্ট বাড়ে পায় পায় ।
অতি দুঃখ ভরাক্রান্ত মুখেতে মা ডাক
কখনো ফোটে না তার অবাক সবাক ।
মাঠ ঘাট বনভূমি নিভৃত ছায়ায়
একাকী সে বসে কাঁদে বলে হায় হায় ।
বুঝে না সে চারিপাশে কে তার আপন  
অনন্ত কালের পথে আপনার জন ।