ভক্ত কহিলেন, "জয় শ্রীরাম"।
আমি কহিলাম,"জয় শ্রীরাবণ"।
ভক্ত ক্রোধের সহিত জিজ্ঞাসিল,
"আপনি রাবণের উপাসক?"
আমি কহিলাম অবশ্যই
সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ও  মহান প্রজাপালক
অনার্য সম্রাট রাবণ আমার উপাস্য।
আপনি অনার্য?
হ্যাঁ মহাশয় ভারতবর্ষের অধিকাংশ মানুষ
বিশেষত বাঙালিরা অনার্য।
যদিও বাঙালিরা নিজের আসল পরিচয়
গুপ্ত রাখিয়া আর্যের
বংশধর বলিতে গৌরব বোধ করেন।
অতঃপর ভক্ত ধমকের সুরে কহিলেন,মহাশয়,
আপনি আর্য অনার্য বিভেদ টানিয়া
হিন্দু সমাজে ভাঙন সৃষ্টি করিবেন না।  
আমি কহিলাম, আপনিও হিন্দু অহিন্দু বিভেদ
টানিয়া দেশের ভাঙন সৃষ্টি করিবেন না।
ভক্ত সন্দিগ্ধ দৃষ্টি নিক্ষেপ করিয়া প্রস্থান করিল।