দেখিবো অন্তরাত্মায়  
              তোমার ভালোবাসা,
    বাঁধিব প্রেমের মায়ায়
             এই ছিল আশা।

    চাহিবো তোমার পানে
             ধোঁয়া কুয়াশায় ,
   আসিবে  কি ফিরে তুমি
              আমার  মনের বাসায়?

  কহিবো  তোমার কানে
          না বলা সে কথা,
খুঁজিবো তোমার চোখে,
          অস্পষ্ট সেই ভাষা।

লিখিবো তোমার কথা
         আমার ছেঁড়া খাতায়,
হাঁসিবো তোমায় দেখে
          ক্ষনিকের আশায়।

কে তুমি?
      ওহ! তুমি ভিনদেশী
যাও চলে
      যেখানে তোমার সাথী।