ফুলে সাজানোর বিছানায়
ঘুমাও তুমি।
আমি গভীর রাতে এসেছি
তোমায় দেখেছি।
চাঁদের আলোতে হয়েছিল,
পুনর্নবা আলোকিত।


মনোমুগ্ধকর তীব্র ঘ্রাণে
সুরোভিত চারপাশ।
চোখের কাজল ছায়ায়
আঁকা ছিল সুনিদ্রা।
এতো নিষ্পাপ চাহনি
এতো মায়াময়।


আমি হেঁটে চলি সেই
রাতের পূর্ণিমাতে।
অনেক দূরের পথে
স্বপ্নের মায়াজালে।
তুমি লেগে ছিলে বেনু,
আমার শক্ত হাতের বুননে,
তোমার নরম হাতের ছোঁয়া।