অসুখটা খুব বেড়েই চলছে
ছেড়ে দিয়েছি ঔষধ খাওয়া,
অসুখটা খুব ধৈর্য্য ধরে
জীবনটারে করছে ধাওয়া।।


অসুখটা আমায় ভালবাসে
রয়েছে তাই জীবন ভরে,
তোর মত স্বার্থপর নয়
হঠাৎ করেই যাবে ছেড়ে।।


অসুখটা আমার বড় আপন
তোর মত হবেনা পর,
তার যে আমি চাওয়া-পাওয়া
আমিই তার বসত ঘর।।


অসুখটা আমি সাথেই রাখব
যদিও হই স্বর্গবাসী,
তোর মত ওকে আমি
বলব না'কো সর্বনাশী।।