যখন পৃথিবী অন্ধকার,
চন্দ্র সূর্য থমকে উঠে বারবার,
সূর্য করুণ কিরণে জ্বলজ্বল,
সাগরের ঢেউগুলো উত্তাল,
পৃথিবীর দিকে তাকিয়ে থেকে
হঠাৎ কেঁপে উঠে মহাকাল।


যখন আগ্নেয়গিরি ঘিরে নেয় পৃথিবী,
যখন প্রতারনা করে লালসে রবি,
যখন চির চেনা পাহাড় গর্জে উঠে,
ধেয়ে আসে কুমারীর পিঠে,
সাদা রং টা আকস্মিক
হয়ে যায় কালচিটে।


যখন অহির হুঙ্কারে উষ্ণ হাওয়া,
আকাশ গুলোর পিছন চাওয়া,
চাঁদের উত্তপ্ত হবার আসল কাহিনী,
মুখে মুখে হয় জানাজানি,
শুভ্র এক বজ্র আগুন এসে,
পুড়িয়ে দিতে যায় দেহখানি।


যখন অনলে দহনের জন্য দিন গোনা,
চারিদিকে উত্তাপের বন্যা,
আমার সাথে পৃথিবীর বিরোধ,
তুমি সচক্ষে দেখতে পাও;
তখন যদি কেউ একফোটা জল গায়ে ঢেলে দেয়,
ইচ্ছে বলি,"আমাকে কাঁদতে দাও।"