আজ এই ভরা শ্রাবণে
রিমঝিম বইছে গগনে
শীতল শরীরের উপর
ভিজে শাড়ির আঁচল
খানা জরিয়ে কোমর
বাঁকিয়ে কে যায় গো
কে যায়...... !


আলতা রাঙা চরণে
নুপুর বাজে মরমে
পাকুড় তলে দাঁড়িয়ে বোকা
একলা তোমার কারণে
মাথার উপর কচুর পাতা
ঠোঁটের আগায় মনের কথা
শুনলে না তুমি সই।


শোনো শোনো প্রিয়া
এক নহমা দাঁড়িয়ে
খসে পড়া ময়ূরীর
পাখনা কি গান গাই
ঐ স্তব্ধ বালুচর কি চাই
এমনও মধুর দিনে
হয়ো না লজ্জাবতী
খোলো লজ্জার দ্বার
করো সব সীমানার গণ্ডি পার।