আজীবন বাঁচব এ পৃথিবীর বুকে, জন্ম নিলাম সে অভিপ্রায়ে  
ঐ দূর পাহাড়ের উর্ধ্ব চূড়ায় খুঁটিস্তম্ভের মত দাঁড়িয়ে থাকব ।
আমার ছায়াতলে এসে ফেলবে সব পরিশ্রান্ত দেহের প্রতিটি নিশ্বাস ।
আমি অমর কীর্তিমান শৈলীসম যশ খ্যাতি প্রেম নিয়ে
ডাল-পালার মত সমগ্র পৃথিবীতে সমগ্রকাল ধরে নির্মল ছায়া দিব,
তোমরা সবাই বেঁচে থাকবে আলোক উজ্জ্বল নীলাভ আকাশের মুক্ত বাতাসের সঙ্গে মিশে !
শান্তির নিশান উর্ধ্বে তুলে আমি বিশ্বমানবতার কল্যাণ বয়ে আনব ।


আমি তোমাদের জন্য সমগ্রকাল ধরে বেঁচে থাকব ।
আমার জ্ঞান শ্রেষ্ঠত্ব তোমাদের আত্ম-প্রত্যয়ে বেঁচে থাকার নির্যাস হয়ে
তোমাদের অন্ত গহীনে প্রাণ শক্তি যুগাবে ।
আমার দেহের শেষ রক্তবিন্দু আমি বিশ্ব মানবতার কল্যাণে বয়ে দেব,
সব অন্যায় অনাচার অ-কল্যাণ মিথ্যাকে  মুক্ত করে আমি আজীবন
শান্তির পতাকা নিয়ে তোমাদের মাঝে বাঁচব ।