জীবন যদি চলতো আমার পাখিদের মত
পৃথিবীটা ঘুরে দেখতাম অজানা আছে যত,
হাওয়ায় দোলে চলতো মনের দুঃখ অভিরত
সুখ পাখিটার নাগাল খুঁজে জীবন কেটে যেত ।


জীবন যদি চলতো আমার সিন্ধু নীরের মত
ঢেউয়ের তালে মুছে দিতাম দুঃখ আছে যত,
সুখের তরী বেঁয়ে মনের কষ্ট মুছে যেত
আকাশ-বাতাস চন্দ্র-সূর্য আপন করে নিত ।


জীবন যদি চলতো আমার পালের নৌকার মত
বোঝাই করে দিতাম মনের কষ্ট বহে যত
একুল-ওকুল দরিয়া ভেসে নীরে ডুবে যেত ।