আর কত রক্ত ঝরাবে, হে রাক্ষুশী ?
আমাদের সোনার বাংলায় ।
আর কত রক্তে মাখাবে, হে বদমাশী ?
আমাদের শষ্য-শ্যামল মাটি সবুজের ঘায় ।
আর কত মায়ের বুক শূন্য হবে, হে ক্ষমতালোভী নারী ?
এই পবিত্র মা' মাটি বাংলায় ।
তোর বিষে ভরা শীষের দংশনে বঙ্গ-ভূমি আজ হয়েছে
রক্ত শোভিত পরিণত গঙ্গায় ।


আর কত তন্ত্র-মন্ত্র খেলা-খেলে হত্যা করবে হে রাঁড়ী ?
আমাদের গণতন্ত্র, স্বাধীনতার অধিকার ।
আর কত ছল-চাতুরী করে রুদ্ধবাক করবে হে ?
বাংলার ষোল কোটি মানুষের স্বাধীকার ।
আর কত বোমার আঘাতে পুড়িয়ে ছাই ভষ্মীভূত করবে তুমি ?
নীরিহ নিষ্পাপ মানুষের ঘায় ।
আর কত রক্ত চাও তুমি ? আর কত ? আর কত ?
আমাদের পরিশ্রান্ত দেহের শূন্যতায় ।
আমরা ষোল কোটি বাঙ্গালি বিষণ ক্লান্ত
তোমাদের বাড়াবাড়ি ক্ষমতার মত্ততায় ।


দু-বেলা দু-মুঠো ভাতের অন্বেষায় আমাদের যেতে হয় প্রত্যহ
খর-তাপ বৃষ্টি নিভৃত, কাঠ খড় রৌদ্রে পোড়ানো রাস্তায়,
তোমাদের দ্বীপ্ত ক্ষোভে আজ আমরা নিত্য লাশ হয়ে পড়ে থাকি যেন
মূল্যহীন কুকুর বিড়ালের মত সস্তায় ।
আর কত ! আর কত ! আর কত ! আর কত রক্ত ঝরাবে, হে রাক্ষুশী ?
আমার সোনার বাংলায় !
আর কত রক্ত মাখাবে, হে বদমাশী ?
আমাদের শষ্য শ্যামল মাটি সবুজের ঘায় !
তোর বিষে ভরা শীষের দংশনে বঙ্গ-ভূমি আজ হয়েছে
রক্ত শোভিত পরিণত গঙ্গায় ।