বঙ্গ বক্ষে বইছে আজ যেন কাল  বৈশাখীর ঝড়
লন্ড-বন্ড সব খুঁটি নড়বড়, বিশ্ব চেয়ে আছে অবাক বিষ্ময় !
পেশীর জোরে করছে ওরা বঙ্গের ক্ষয়
স্বাধীনতা পেয়েও তব আজ হয়নি বঙ্গ মানুষের জয় ।

পার্শ্ব খুঁটির জোরে তারা নড়ছে বঙ্গ গর্ভে
তন্ত্র-মন্ত্রের খেলায় বিষ ঢেলে দিচ্ছে ওরা বাংলার সর্ব অঙ্গে,
দুর্ভাগা বঙ্গ ! সেদিন রেখেছিল শত্রুর বংশ
পরিনাম ভয়াবহ তব আজ করছে ওরা বঙ্গকে ধ্বংস ।


কত বীর' মহাবীর' বঙ্গ বীর' জন্মেছে এই বঙ্গ বক্ষে
ভয় কর ক্ষয় লও তুলে অস্ত্র, যুদ্ধ কর সত্য স্বপক্ষে ।
ভেঙ্গে দাও হস্ত, ওদের আছে যত তন্ত্র-মন্ত্র
রূখে দাও, রূখে দাও, রূখে দাও শত্রুর সব ষড় যন্ত্র ।
  
লক্ষ তাদের অটুট, করবে বঙ্গ ভাণ্ডারে সব শুন্য
নিঃশ্বেষ হবে একদিন আমার বঙ্গ ঘরের শত্রুর জন্য ।
তন্দ্রার ঘোরে অবোধ যারা,  জাগ্রত কর জনমত
শত্রুর ঘরে আগুন লাগাও ! কর ওদের বংশ নিপাত ।


অজ্ঞ নির্বোধ দালাল গুপ্তচর যত আছে বঙ্গতরে
হঠাও হঠাও হঠাও তাদের, দিয়ে দাও পার্শ্ববেড়ীর ওপারে ।
সময় থাকতে লও বুঝে বঙ্গ ভাণ্ডারের  চাবি
প্রয়োজনবোধে যুদ্ধ কর, এটাই সময়ের দাবি,
রক্ত দিয়েছ আরও দাও! তবুও শত্রুরা কোথায় যাবি।