আমার অনেক ভালোবাসা
তোমার বলতে কিচ্ছুটি নেই এখন আর,
তুমি পুরোটাই জেনে রেখো একমাত্র আমার।

তুমি'টাকে আমি করেছি অধিগ্রহণ
তোমার চাল-চলন চলবে আমার ইচ্ছেমতো,
তোমার অভিধানে রেখে দিও আমার চাহিদা যত।

আমি তোমায় বেজায় ভালোবাসি
জোর দিয়ে বলি আমি তোমার অধিকারী,
তাই তোমার রাজ্যে করি আমার যত ইচ্ছে জারি।

আমি তোমায় বাঁধি শক্ত গেরোয়
তোমার প্রাণটা আমার প্রাণে বেঁধে রাখি,
আমার ইচ্ছেয় তাই অবুঝ তোমার স্বাধীনতা ঢাকি।

গাছের জন্য জলের প্রয়োজন
গাছের জীবন সংশয়ে পড়ে জলাবদ্ধতায়,
দমবন্ধ আদরে ভালোবাসা মরে হাঁসফাঁস রুদ্ধতায়।

আমার ভালোবাসার বাড়াবাড়িতে
দেখি তোমার উচ্ছ্বাস-আবেগ হচ্ছে ম্রিয়মাণ,
পাচ্ছি আমি বুক-পেষা ভালোবাসার পোড়া ঘ্রাণ।