অনেকদিন মায়ের সাথে কথা হয়নি তাই মন খারাপ,
রাতের আকাশে চোখ মেল্লেই যেনো বাড়ে অনুতাপ।
তুলোর বালিশের নিচে আগুন জ্বলে থাকলে যেমন-
জ্বলে জ্বলে থাকে মন, ফুলও ভালো লাগেনা তেমন।


মায়ের কোলে মাথা রেখে ঘুমাবার স্মৃতি মনে পড়ছে
বুকের গহীন অজানা এক আগুন ঘুষে ঘু্ষে পুড়ছে।
তাঁর মতো করে কেউ মাথায় হাত বুলিয়ে দেয়নি তো,
হৃদয়ের ভগ্নাবশেষে ভেসে উঠে মায়ের মুখ নিয়তো।