খেয়ালের বশে শরাবের ঐ পেয়ালা ছুঁয়ো না,
নেশার ঘন নোনা পানিতে মুখ নুয়ে দিয়ো না।
নিশ্চিত নষ্ট হয়ে যাবে,
নির্ঘাত নষ্ট হয়ে যাবে।
তুমি নষ্ট হয়ো না কভু, একটুও নষ্ট হয়ো না।
নষ্ট হলেই কষ্ট পাবে, নিকৃষ্ট কিছু কষ্ট পাবে।
তুমি কষ্ট পেয়ো না আর, কিঞ্চিৎ কষ্টও  না।
কষ্ট পেলে তো আরো নষ্ট হবে,
কষ্ট পেতে পেতে খুব নষ্ট হবে।
তুমি মোটেও নষ্ট হয়ো না প্রিয়,
না না, একটুও না, শপথ নিয়ো।
তুমি- নষ্ট হতে হতেই ভ্রষ্ট হবে,
ঐ ভ্রষ্ট পথেই ব্যাপক নষ্ট হবে।
তুমি নিয়মিত নষ্ট হবে, প্রতিনিয়তই নষ্ট হবে,
প্রতিনিয়ত নষ্ট হতে হতে নিতান্ত নিকৃষ্ট হবে,
অতঃপর, নষ্ট ভ্রষ্ট ও নিকৃষ্ট এক জীবন পাবে।