ক্ষয়ে ক্ষয়ে আঁধার ঝরে এলে পৃথিবী ঘুমিয়ে পড়ে!
আমি ভীষণ মুগ্ধতায় চেয়ে রই আকাশের সৌন্দর্য।
খুব তো নিঃসঙ্গ মনে হলে ষোড়শী চাঁদের সঙ্গ নিই।
গুনগুন গানে সুরে দুঃখরা ফিনকি দিয়ে উড়ে যায়।
অবাধ্য বাতাস হাসির ছলেই গাল চাপড়াতে থাকে।
নিঃশ্বাস আর দীর্ঘশ্বাস মিলে একাকার হয় আরো।
নির্ঘুম পাহারায় আকাশের তারারা ক্লান্ত শ্রান্ত বেশ।
কারো দু' চোখের পাতায় জমে শতাব্দীর শ্রেষ্ঠ ঘুম।