আজিকাল হঠাৎ করে দীর্ঘ রাত জেগে জেগে রই,
কারো বিরহ বা কোনো কষ্টের হিসেব কষে নয়।

জেগে রই-
রাতের নীরবিতাকে-ই হৃদয় পেতে শুনবো বলে,
রাতে' সুনসান নির্জনতাকে কিছু সঙ্গ দিবো বলে,
চাঁদ তারার সুখ-সংসার উপভোগ করবো বলে।

ঐ আকাশ পছন্দ করে না এমন হৃদয় তো নেই,
মুগ্ধ দৃষ্টি, চেয়ে রয় চোখ, মুখে নীরবতার ভাষা।
আরো কী জানতে চায় হৃদয়, কিছু মনের আশা।