কাটিয়ে দিয়েছি বিনিদ্র থমথমে কতো যে কালো রাত,
এখানে ক্ষণে ক্ষণে গুম খুনের ভয়, ঘাতকের আঘাত।
বুক ফুলিয়ে দাপিয়ে বেড়ায় সন্ত্রাসী মাস্তান যে কতো,
সরকারি গাড়িতে সাইরেন বাজিয়ে দৌড়ে রীতিমতো।
কারো রক্তচক্ষুর জ্বলজ্বল অগ্নিতে জ্বলে উঠে প্রান্তর,
বিহানের শুরুতেই কারোর নেমে আসে সাঁঝের প্রহর।
মেনে নিয়েছি কতো দমন পীড়ন,
অনিয়ম অত্যাচার আর নির্যাতন।
আপনজনের মলিন মুখ দেখে অশ্রুর ঢেউ বুঁজে চোখ,
সজন সুজন আত্মার আত্মীয় ভুলেছি কতো মরা মুখ।


হে প্রিয় সোনালী স্বদেশ আমার,
বিভীষিকার এ জঞ্জাল কেটে আবার কবে ফুটবে ফুল
গোলাপ বেলি, চন্দ্রমল্লিকা চামেলি, রজনীগন্ধা বকুল!
আবার কবে পদ্মা মেঘনা যমুনা খুব খুঁজে পাবে প্রাণ!
ফের কবে গলা ছেড়ে গাইবে মাঝি মনের সুখে গান!
স্বদেশের রৌদ্র ছায়ায়, জোছনা মায়ায়, আবার কখন-
বুক ভরে নিবে শ্বাস ভুলে সব বিভীষিকা, দুঃখ দহন!