আমি পৃথিবীকে ইশারায় বলে দিয়েছি তোমার কথা,
সমস্ত ঝর্ণা নদী সমুদ্রকেও বলে দিয়েছি জল দিতে,
পাহাড় ঝিরির সমস্ত সীমানা-জুড়েই তোমার বন্দনা,
শুয়ে পড়া হরিণীর বাচ্চার মতো শান্ত পৃথিবী নিশ্চুপ,
মোমের আলোর মতোই পথ দেখায় খোঁড়া জোছনা,
এলোপাতাড়ি পড়ে আছে রক্তমাখা হাঁসের বাচ্চারা,
আজ ভীষণ টলমল পাহাড় সাগরের হিসাব কিতাব।


আমি দুর্যোগের আশঙ্কায় সাবধানে গা ঢাকা দিয়েছি।
আমি পৃথিবী থেকে চোখ সরিয়ে নিয়েছি সুকৌশলে।
গোপনে ফিস-ফিস শব্দে বলে দিই অজানা ইতিহাস।
অথচ আমাকে তো কেউই ভুল বুঝেনি এযাবৎ কাল।