কবিতা হচ্ছে শীতে সকালে বুদবুদেনে পানি
বাষ্প যে তার দিয়ে যাচ্ছে গরম অনেক খানি।
শীত সকালে গরম তাপে কবিতা বুঝিবে না
কবিতা বুঝিবে তার পানিতে পুড়িবে যখন পা।


কবিতার বলে ইংরেজ বলে নজরুল কে ছাড়িব না
তার কবিতার পানিতে পুরেছে ইংরেজদের সারা গা।


কবিতা হচ্ছে মুজিব কণ্ঠে যুদ্ধের আহ্বান
মুক্তির ফুল ফুটাবে সে গাহিয়া কিছুটা গান।


কবিতা হচ্ছে হিমালয়ে জমা বরফ শুভ্র খণ্ড
গল্লে তাতে ভেসে যাবে সব অত্যাচার আর ভণ্ড।


কবিতা হচ্ছে লোহার শিকলে আঁটকে থাকা বাঘ
থাপ্পড় খেলেই বুঝিবে তুমি শক্তি কতটা তাঁহাত।


কবিতা হচ্ছে ডাস্টবিনে ফেলা বাসি পচা যত ভাত
টুকাই ছেলের শক্তি আসিবে কিছুটা তাহাতে গাত।


কবিতা হচ্ছে দূর আকাশের দলবাঁধা মেঘমালা
বুঝিবে তখন ঝরবে যখন বর্ণ পালাপালা।


কবিতা হচ্ছে সাত সকালে দোয়েল পাখির গান
তার গানেতে বিশ্ব জাহান জুড়ায় তাহার প্রাণ।


কবিতা হচ্ছে আধার রাতে জোনাক পোকার আলো
সেই আলোতেই হচ্ছে যে সব বিপথগামীর ভালো।


কবিতা হচ্ছে জননী আঁচলে রঙিন ভালোবাসা
শত্রু মিত্র তাতেই বাধিবে একই ঢালে বাসা।


কবিতা হচ্ছে মায়ের স্তনের অদৃশ্য দুধ ফুটা
পুষ্টিতে তার ভরে যাবে সব বিশ্ব জাহান গুটা।