এত বেশি চাও পরের জন
সুযোগ না পায়,চেয় না কোনদিকে
প্রভা ক্ষয়ে যাবে |
আহ্লাদী হও পরজীবে ছুড়ে দাও
বিক্ষিপ্ত ইঙ্গিত,হেঁটে যাও
বীরদর্পে | তুমিই রাজন্যা !
এত বেশি মজে থাক অনন্য স্কেচে
বয়ে যাবে নিরবধী
তোমারই জেগে ওঠা, ফ্ল্যাশ লাইট
ঝলক ক্যামেরা | আহা টুলু সোনা !
বল এত বেশি ফুরোয় না যেন
বলতেই থাকো,কতটা ছিদ্র আছে
ক'ফোটা প্রবঞ্চণা |
কতখানি গিলে ঢোক
আসরে নেমেছো |
কিছুটা চিহ্ন রাখো , কেউ যা রাখে নি
সবটা দেখাও, কোত্থাও নেই
তুমিই ফোটেছ হয়ে সুরছন্দ ফুল |
জ্বল এত বেশি কখনও ঘটে নি
খুঁটে খুঁটে কেড়ে নাও,অষ্টেন্দ্রিয়
ঘটা কর মস্তির, সেরার সেরা বল |