ধানের গভীরে চাতাল
ঠেলে চলা দেহাতি রমণী মোটা শাড়ি
পাছাপেড়ে,কারুকাজ পায়
এলো চুলে ঢেকেছে দু তট
সর্বনেশে সমুদ্র উচ্ছাস থমকেছে সর্বাঙ্গ জুড়ে
ভাস্কর্য করেছে যে যুবক - সে কি জানে
কতটা নিরুপায় ! রোদ গায়ে মেখলা ছিল না
বিন্দুমাত্র ছিল না বিন্যাস,একা ঐ ছাদের উপর, ছেলেটিও কি অছিলায়
রং তুলি তুলে নিয়ে স্কেচ
এতটা জানেনি রোদ আর রমণীর যুগ্ম যাপন
যেভাবে ঝড় ওঠে, বজ্রপাত
রক্তেও ঘনঘটা তুফান প্রবল
ঘোর আঁধার কতটা নিরেট পরস্পর
ঠিক জানে কি ওই পট আঁকা ছেলে ?