ত্রি পল টাঙাবে , তাই ত্রি স্তর ভীড়ে
                       গ্রীণ রূম পর্দা টেবিল ;
   দু'ধারের দেনা , বস্তি যোজনা প্রাসঙ্গিক খুব নয়
          মালা , ফুল , ধূপ - বাতি হিড়িকের চালে -
   যোগ দেবে লাথ্ খাওয়া দল; ফ্রী পাঞ্জাবী গায়ে  -
   জমাট ক্যাম্পেন বৈশাখ !!
                    
                          টেবিলের দর থেকে আঁকাশ ছোঁওয়ারা
ব্রীফকেস চালাচালি লো লাইট ফ্ল্যাশে দোলাবে ফেস্টুন ।
    কায়দার জমাট ভরং
            বাঁছা বাঁছা সেঞ্চুরীগুলো ভেট হয়ে -
        ঢুকে যাবে চালে ।


অবশেষে ত্রিস্তর সহযে মেলাবে
বৈশাখী ত্রিপল উৎসাহ -
ঝাঁ নতুন সভা মৃদু চাপে শুষে সমারোহ
প্রতি মাথা দু; টাকার চালে ;
মৃদু মন্দ তালি ,
আমাদের নাগরিক সংযম উৎসবে ।


রবি , মিঞা দোলাবেন মাথা গোঁড় দেওয়া
                 শিশু - শিশু বাঁশে । ত্রিপলের ফ্যাকাশে জৌলুস -
ঢেকে দেবে ওঁম সম্মাণনা ; জেল্লা বাড়াবে পোষ মানা
                                কুমীর ছানারা , ফি বছর
                                 নগর , শহরে ।


পিছ্ হটো দলিতের আহত উদ্যোগ -
         বঙ্গীয় সীমা কিংবা সন্ত্রাস বলে ,
খুলি বেঁধে রাখা হবে " ডেঞ্জার " জোনে ।
  
শোকাকূল পঞ্চেন্দ্রিয় দলবেধে যোজনা জানাবে -
              রাষ্ট্রমঞ্চে , শ্লোগানে , শ্লোগানে ........


"  এসো হে নৈরাজ্য এসো এসো
    নিষ্ঠুর , নির্মম ঘাঁয়ে
    দলিতেরে দাও ঘুঁচায়ে ..............এসো এসো " ।


                      সামাজিক ............
আমি , তুমি , বঙ্গের হা -ভাত শ্রোতারা ।