সব ঠিক হয়ে যাবে একদিন
এই উঁচু নীচু ছোট বড় থাকবেনা প্রভেদ কোন
নুইয়ে পরবে পাহাড় সমতলে
মাটি ঘেষে নামবেই মহাকাশ
খসে পরা হলুদ পাতারা সবুজ হবে ফের
উচ্চতার শেষ লগ্নে নেমে আসবেই সব
পাথর খুইয়ে প্রাক লগ্নের মত
খড় কুটো ফুরে বেড়িয়ে আসবে আগুণ
তার আগে একটা ধ্বংস
একটা ধ্বস্,বিস্ফোরণ,একটা যুদ্ধ চাই !
বেঁচে ওঠার আগেই মৃত্যু হোক
মরতে মরতে নিশ্চিহ্ন হোক জীবাশ্মে
ক্ষয় লয় শেষের প্রাক লগ্নে
জন্ম হবেই ফের, চিৎকার করে বলবে
কি পারি নি - উর্দ্ধে মশাল জ্বেলে
বালু চিরে ,হরপ্পা নগরী,এক যুগ ঐশ্বর্য খনন !


সব ঠিক হয়ে যাবে একদিন
রেষারেষি, বিদ্বেষগুলো
পরিশুদ্ধ আগুণে ঝলসে যাবার পর
সবটা উচ্চতা খুইয়ে
উদ্ভাসিত হবে অখন্ড আলোকের -
দ্বিতীয় স্বত্তায়, ঠিক হয়ে যাবে
ঠিক হয়ে যাবে সব সেইদিন !!