রৌদ্র হল রশ্মিচ্ছটা মন আবেগের
সেই আবরণ নিরেট কখন ঘোর কুয়াশা
উপ্রে হৃদয় উদ্ভাসিত গুচ্ছ তোড়ায়
খুন হল কোন সমন্বিত শৌর্য বাহার।


কোন পেয়ালার অশ্রু ভরা ঐ মদিরা
অঙ্গে যে তার রক্তেভেজা শেকলগুলি
একেক চ্ছটা গিলছে বিবেক নির্বিচারে
একত্রিত সেই ছবিটাই জলাঞ্জলি ।


মধ্যে দেওয়াল এঘর ওঘর দেশাত্মবোধ
দ্বিতীয় তীরে বিদ্ধ জখম সব অচেতন
ঋদ্ধ আমি বুনন করি আরেকটি তীর
সব সাধনের সব নিধনের ন্যায্য বিরোধ !


খাল কেটে যে কুমীর আসে তরতরিয়ে
অনেক রঙা বর্ণ বিশেষ খোলাম পরে
একপাশে তার বিষদৃশের মুক্ত দেয়াল
অন্য দিকে খোল নলিচায় দগদগে ঘা !


কেউ বাঁচেনা কেউ মরেনা এমনি জমাট
এইখানে আয় এ আহবান এমন দরাজ
অন্ধকারও ওৎ পেতেছে ঘুঘুর নেশায়
রাত্র গভীর কয়েকশত মৃতের আঁওয়াজ!