খসে যাব মিশে যাব সব দিয়ে থুয়ে
ফুলে ফলে পল্লবে গুছিয়ে গাছিয়ে
ছায়া মিঠে রোদ দেব আরাম আয়েস
সবটা উত্তাপ মেখে জুড়ে দেব ক্লেশ !


ছাতা দেব ভরসার গ্রীষ্মের হাওয়া
দীর্ঘ ক্লান্তি শেষে সেই পথ চাওয়া
নিশ্চুপ বয়ে যাবো সঙ্গে কে যাবে
আকাশ বাতাস চুপ এ রঙ্গ পোহাবে !


কবে ক্ষয়ে গেছে সেই জৈষ্ঠের তেজ
তেমন সৌষ্ঠব নেই সেই সে আমেজ
খরচের সবটুক ধূলা বালি ছায় --'
শাখায় শেকড় বয়ে ঝড়ে যেতে হয় !