সংক্রান্তি /  
.................................


কানে কানে কথা হবে
            প্রখর দেওয়াল...............
পাশে থাক্ শাবকের দলাদলি
চাবি যদি নিয়ে যায় সংঘের দালাল
       কাঁটা তারে সংযোগ ঘটিয়ো ,


গলা চেঁপে টোটকা বিজ্ঞাপনে
কেড়ে নেবে বহুজাতি শ্রম


তখনও উন্নয়ন ? ভাতের উনুনে শাকে ঢাকা মাছে ভনভন মাছি
         দু'দশক জ্বরা দেহে মোহ্ ।


প্রখর দেয়ালে থাকে জলের বদভ্যাস
            ছাই পাশ ভাসান সমেত
গোটা লাশ অবক্ষয় শ্রেণীহীন দেহ ।


চুপে কথা  নতুবা
           ছত্রাক কীটে বেদখল ভূমি
     নমুনা টাঙাবে পঁচা খাল
                   দু'টাকার মোহে গলাগলি যাবতীয়
            রং চং সমন্বয় স্বর ।


খুলি ফেরে পোঁকাদের কদর যাপন ।


কিম্ভুত মুখ সেঁটে দ্রোহ্
          গেলবার দখল পেয়েছে জৈবিক
    উন্নয়ন জুড়ে ওদের প্রগতি পিছু
       পাঁচসিকে নারী উন্নয়ন ।


এক আনা মন্দির পিছু
লালবাতি সমান সমান
          বাকিরা মানত দরে বেঁধে রাখে জৈবীক ঢিল্
                 পরাশ্রয়ী ডালে ।
বাকিটা দালাল মালিকের " চুপ " ব্যাবস্থায়
     তরতর গোপন ক্যামেরা , নজরে থাকা চাই
   ভরা প্রাক্কাল অমলকী দেহ
আমদানী , রপ্তানী কে কোথায়...........
                                   নগদ ব্যাবসায়..........


প্রতিবাদ মনে মনে
                চাবি যদি খোয়া যায়
                             আহম্মক তুমি !


উন্নয়ন বুঝি ফলে মেঠো ছলেবলে ?
     শব্ হয়ে শুয়ে যাও বহুবিধ শ্রমে
ফলে যাবে প্রগতি মোক্ষ.....................
                             কামনার লব্ধ ফসল ।