খাঁমচে ধরেছি প্রস্তর যুগ
ওর পরিপাটী দেহ  শৌখিন গোলাপে ঢাকা
কয়েক'শ শয়তান চোখ্
পাথুরে আদিম থেকে খুব কাছে -
ছত্রাকার ফলে আছে যাপনের কাছে ।


যার থেকে প্রতিদিন উঠা , নামা , প্রত্যুষ
৺আচড় , কামড় , জ্বরা  পাথুরে ঘর্ষণ
মুষ্টিমেয় আলো স্ফুলিঙ্গ আগুন
শয়তান খুবলে দেয় খেলাচ্ছলে ।