এবারের তথ্যচিত্রের শট্ ;
খাদ্য-খাদক জুড়ে ফোকাসের স্পটলাইট
ব্যবহারিক বিস্তীর্ণ অঞ্চলে নেমে যাবে কৃষ্ণভক্তবৃন্দ
দোলনারা থমকে ;
একগুচ্ছ ভগ্নপ্রায় মনিষীর আর্তনাদের-
প্রলাপে ; ভুগবে ব্রজবাসী ।
ওলট পালট থাকবে মাথার ধরণ
কিছুটা প্রাধান্য থাকবে রাজকীয় দ্বন্দে
জোর উৎসুক ; পাশের মাঠটাতে কেনা বেঁচার গল্পে........।


খাদকেরা শৌখিন
ধনপতি, গা গঁতর
মজুদের কালো ধনে
মেটে না সোয়াদ আহার ।


খাদ্যেরা সস্তা খাদকের লালসায়
চোখ,মুখ ফুলে ফেঁপে দেবতার জলসায়
ব্রম্মা,বিষ্ণু,কলি নিশ্চুপ কুলুপে
রাজত্বে ছড়ি ঘোরে খাদকের আদতে
ফোকাস ধরেছে মুখে
মানুষ আর যমেতে ।
স্পট্ আলোয় ঢাকা দায়
মানুষের চামড়ায়।


রেডি শট্ স্টেডি সব উভচর ব্যাভিচার
পৃথক সমাজ গড়ো
সমাজের কারিগর ।
খাদ্যেরা হাঁটে চলে ;প্রেম বলে,
খাদকের মুখে ভেট; খাদ্যের ছলাকলে।


ব্রজবাসী থমকে; রাখাল স্থানান্তরিত
শূণ্য মাঠ ; গোলকে আর্তনাদ
কৃষ্ণ থ'
বাঁশী ফেলে রুক্মিনী'র অঙ্কে শয়ন ;


ফাঁকা মাঠে গ্যালিলিও
কোপারনিকসের খাদ্য-খাদক সূত্রের পূর্ণবিচারে যত্রতত্র
তথ্যের সারল্যিকরন ।
....................................................................