ঘরের মাঝে জল রেখেছি
জলের মাঝে ঘর
দিব্য চলে বৈঠা ডিঙার
নানান কলস্বর ।
জোয়ার ভাঁটা রৌদ্র ছায়ার
চরম খেলার মাঝে
যাচ্ছে হেলায় মূর্ত যা সব
অমূর্তের'ই কাজে।
ঠায় দাঁড়িয়ে ছায়ার বেশে
ভুল না সঠিক হায়
যাচ্ছে সরে আসছে আবার
কি ছাপ রেখে যায় ।
ভাসছে ছবির শতেক হিরিক
বান নেমেছে গাঁয়
খলবলিয়ে নামছে পথে
মৎস্যপুরাণ হায় ।
হা করা মাছ গিলবে নগর
পোনা,পুঁটির ছা '
বৃষ্টি দিলাম চোখের মনের
বানে ভেসে যা ।
--------------------------------------------------