নিষেধের কিছু নেই কতেক আড়াল
বুনে চলে অযথাই ভ্রমের দেওয়াল ।
বনের কি জাত্ বলো বন্যেরা জানে
শিশুর প্রলাপ বোঝে পিতৃসদনে ।
আঁকা বাঁকা পথ চলে স্বভাবের দায়
দেখাদেখি মানুষের সাথী হয়ে যায়।
থেমে যায় আচমকা ক্লান্ত সহায়
দু'ফোটা অশ্রু দেখি পাথরের গায়ে ।
আমার কি জাত্ বলো যখনি শুধাই
চন্দ্র, সূর্যে, গ্রহে টুকি  দিয়ে যায় ।
বিশাল নক্ষত্রময় সু-সজ্জিত পটে
মুচকি হাসেন গুরু সৃষ্টি সন্নিকটে ।
মাথা নেড়ে জ্যোতিষ্কের উল্কার ভ্রম
অগাধ রহস্যমাঝে জানান সেলাম ।
থেমে যায় রাজপথ ক্ষনেকের ভ্রম
তুমি আমি ত্রিকালজ্ঞ গৃহীর সদন ।
চামড়া,পোষাকে রং গরমিল সাজ্
তফাৎ যা কিছু শুধু শৌখিন মেজাজ।
খোলসটা পাল্টালে কার্ কি প্রমাণ
ভবিতব্য বলে জানি ফুরোলে জীবন।