রক্ত ! খারাপ লাগে না আর
লাশ যেমনই হোক
আতঙ্ক হয় না , মারী মৃত্যু এসব
গা' সহা, অভ্যেস!


নিজেকেই ছুঁয়ে দেখি বারংবার
ইন্দ্রিয় অঞ্চল
কতটুক জেগে ওঠে মৃদঙ্গ সুখে
সুখটাকে বেঁধে দিই,নিছক আয়েসে
ভগ্নাংশ মেপে থাকি
প্রতিরোজ ওঠেপড়ে কিনা স্নায়ুর চর্বণ
তুলে রাখি গচ্ছিত দেরাজে,তার সুদ প্রাপ্তিটুক


নেশা ! মন্দ লাগে না আর
সর্বগ্রাহী ক্ষুধার মতন
আমিই গলাধ:করণ হই, গলিত চর্বণে ভাগ চায়
আরেক মারণ,সংক্রামিত আমি
জেগে উঠি এর ওর দেহে !


শব ! অসমাপ্ত ধারা
যাকে ছোঁয় সংক্রমণ মারী ও মরক
জীবাহূতি হবে বলে নি:শুল্ক প্রতীকি
ওকে ছোঁবে তাই
এ প্রহর অতীব উদ্বেগ l


মৃত্যু মরক মারী ! সবটাই ঠিক
পটটা পাল্টে যায় বিপর্যয়ের পর শুধু
নিষ্ক্রমণের ঘন্টা মিনিট l