বিকেল খুঁজছি একটা, সেই একাদশ শতকের মত
গোলক বৃত্তে বসে নি:শর্তে রাখা যায়
শৈশবের কৌটোটা, জুতোর বাক্স ভরা ছেড়া জোড়া
পরিত্যক্ত কিছু হা হুতাশ !
একটা আশ্চর্য বাটি ছিল হাত ছোঁয়ালেই বদলে যেত
আমাদের নৈর্ব্যাক্তিক জগৎটা
প্রায়ই উঁকি দিতেন মা নিছক পরিস্কারের তাগিদে
কতকিছু যে পরিত্যক্ত হত , একদিন হঠাৎ করে
উধাও হল সেই বাটিটাও |
খুব যত্ন করে ওতে রাখতাম
একত্রিত কিছু বিকেল,রান্নাঘরের সবজি থেকে
মশলার তৈজস, খোসার টুকড়ো, শষ্য দানা, কত কি
বিকেলের সমস্তটাই হুড়মুড়িয়ে ঢুকে পরত
আমাদের কাগজ বাক্সের ঘর দুয়ারে , চালে দুধে পরমান্নের
সেই কারিগরি।
বাটিটা গড়িয়ে গেল আমার অলক্ষ্যে আচমকাই
কাউকে বলি নি ----- |
বিছানা আমায় নিল
তিনমাস পর চোখ মেললাম যখন একটু একটু সরে যাচ্ছে
পরমান্ন রাঁধা'র লোভটা, তখন বিকেল থেকে সন্ধ্যে
জড়ো হত ব্যাট,রাকেট,নেট আর দাপাদাপি
পলকা ফেদারের একূল ওকূল সন্তরণ
ফ্ল্যশ আলোয় কেমন অপার্থিব মনে হত
দুটি জীবের মরিয়া তদ্বির
শূণ্যতার কাছে একটি স্বাক্ষর
এখনও রাখা আছে
প্রবাদ প্রতিম সেই বিকেল তকমা ----- |


গোলক বৃত্ত আজ চৈচুর,মাঝে মধ্যে ভাঙা শব্দের আঁওয়াজ
বুঝি নি কিছু বৃত্ত সেরে রাখতে হয় নজর এড়িয়ে
কিংবা চক্রাকার উদবৃত্ত দিয়ে
রাখা যায় মাদুলি তাবিচে , নজর ছুঁলেই বিক্রিয়া
শর্ত থাকে না, মামুলি সে চলে যায়
মধ্যাহ্ন আঁতাতে, সে বাটি উধাও হয় বিক্ষোভ আদলে!
মন্ত্র টাঙাও মা, ফসলে দস্যুতা
তান্ত্রিক ডাকো, লুটেরা চতুর্দিক, সাপ ব্যঙ
বিকেলেই লুট হয় ---------'
ব্যারিকেড দাও
মাগো , সহসাই চুরি যাবে
এখানেই কামরুপ ওং মন্ত্র সাজো |




         খিদ্দা


নিশিডাকে পেয়েছে আমায়
যে-ই ডাকে পিছু পিছু চলি সহসাই
ঘোর লাগা হাত ধরে
থামায় না কেউই ---- আরো দূরে চলে গেছি তাই !!