তোমাকে বাদ দেওয়া হলো.............
কালের নেশার প্রভাবে.....।


ঠেকে আমরা খুব সামাজিক;
চোলাই মাংসে আজ বিজাতীয় রোগ
কাল্ কি হয়েছিল গোপন আছে কিংবদন্তী চর্চায়
আজ গান গেয়ে মশগুল হবো
কাল্ আবার সজ্ঞানে শিকের প্রভাব
রাবিন্দ্রিক,নজরূল সোপানে পা'রেখে কিছুটা সম্ব্রম থাক্ না।


কবি ,শিল্পী চর্চায় লাভ নেই
ধমনীতে শুদ্ধতার চাষে জন্ম নেবে ক্লেদাক্ত বোধ্
তাতে কোথায় রাখবো প্রজন্মের জীবাশ্ম ?
মাটিতে বিষাদ ছুঁয়ে খোঁজা যাবেনা অম্লের মাদকতা
আর তা না হলে তোমায় বাদ্ দেওয়া যাবে না :
জটিল মাদকে সাত্ খুন মাফ্ ;
কাল্ আবার স্বাভাবিক হবো ;  দেওয়ালের সন্মার্গে।


আবার মৃত্যু নিয়ে ছিনিমিনি খেলার দৌড়
কাল্ ; আজ, "যে যেমন সাজোর জয়লাভে "
কাল্ যদি শহর জুড়ে ভূমিকম্প হয়
যদি জলে ভাসমান ভেলায় কয়েকটি ত্রানে-
ভেসে আসে খাদ্যের ,"পরমাণু "
তখন আবার হাঁটব বৃষ্টির জলে ; তেজস্ক্রিয় বিস্ফোরণে
তার আগে বাসনার শাড়ী পাটভাঙা হোক্
কয়েকটা উৎসব জুড়ে দেখাদেখি ভীড়ে
খসা হোক্ বিবৃতির আঁচল ;


তার আগে তুমি পলায়ন করো ; নয় তো শরসজ্জা
আমরা কয়েকটি মশাল জ্বেলে খুঁজে দেব-
পাতাল প্রবেশ ;
জ্যামতিক ছকগুলো পেয়ে যাবে , যদি পারো-
কিছুটা নিরিবিলি খুঁজে নিও কৃষ্ণচূড়ার উত্তরীয়
তাতে স্বস্তির সূত্র পেয়ে যাবে বোধহয় ;


............................................................


রচনাকালঃ সন্ধ্যা ৬-৩০
নিজ বাসভবন । ( পশ্চিমবঙ্গ )