আরও একটা প্রাগ সময়ের শুভারম্ভে
বসে পরেছি থিয়েটারে
ইলাস্টিক টানতে টানতে ঝড়ঝড়ে ফিতে
গড়িয়ে পরছে প্যান্টলুন হাঁটুর উপর
এ দৃশ্য সত্যজিতের নয়
অস্কার পাওয়া রহমানের
ছেড়া কুটিরের দৃশ্য !
আটবার শূণ্য পাওয়ার পর
ছেলেটি জড়িয়ে ধরেছে
বারাঙ্গণার সুদৃশ্য কোমড়
এটাই থিম
এটাই ঐহিক
রোম, ইতালি,কায়রো ছাড়িয়ে
এ-ই হল নিত্য সেবাস্থল
কামনা,বাসনা,উৎসর্গ অনুসর্গ সব সব !!


মগজ ঘিলুর উৎকট গন্ধে
নেতিয়ে পড়ছে বায়োকেমিক পুরুষত্ব
সুর্মা চোখের দুর্বহ ভাষা কে পড়বে তবে --
নৈয়ায়িক অধ্যক্ষ জ্ঞান দিচ্ছেন
মুষ্টিমেয় মাথা
বাকিরা হেরেম শৌর্যে বুঁদদ !!
পঠিতব্য সূচিতে ঠাসা
মাঠ ময়দান - খোলামকুচির আবেদনে মত্ত
এত এত প্রেম,সোহাগ, নৈবেদ্য
এসব
এতসব
এসবওতো মানুষের
জন্মের, জীবনের, রঙ্গের !
ল্যাবে ঠাসা মানুষের এক একটা জিন
বায়প্সি রিপোর্টে -  
মল,রোগ, জীবানু আর সংক্রমণের পরিক্রমা-


প্রেম !!
কোন কোষের নাম নয়
পদ্ধতির নামও নয়
উদোম হয়ে একে একে ঘন্টা,মিনিট,মুহূর্তের
হরিধ্বনী শুনতে থাকা নাদুস নুদুস জীবের -
জীভ ঝুলে পড়লেও
প্রশস্ত স্ফীতবক্ষে দ্রুম দ্রাম বেজে ওঠা
জন্মদন্ডের ছক !
ঝিমোক মেলা
রাশি বইয়ে তা দিয়ে
নাকে নস্যি নিক উদ্বোধক !


ততক্ষণ প্রেমপর্ব
ততক্ষণ সন্ধ্যায় বটতলা,বেলতলা
ফুচকা,সিঙারা
ততক্ষণ উদ্বিগ্ন শর্করা
হাতে হাত লোমে লোম
থুথু আবর্জণার !!


জমজমাট থিয়েটার অত:পর
তিনশত প্রেম
উঠে এল হুড়মুড়িয়ে
মনে চ্যারিটেবল ঔদার্য !!