যতক্ষণ আছি আসরের কাছাকাছি
লিখে রেখে গেছি আগামী দিনের গান
ইট পাটকেল ছুড়েছো ইচ্ছেমতন
মনে তো পরে না কি ছিল সে বরদান !
যে অথবা যারা ছিল আত্মের কাছাকাছি
পুড়েছে অযথা হিংসার রোষানল
ক্ষতের আড়ালে ঈর্ষার গোলাগুলি
ভেঙে দিয়ে গেছ বন্ধুর কোলাহল !


এস মারো আরো প্রাণ প্রাচুর্য যতটা
আঘাতে আঘাতে করে যাও ছাড়খাড়
ভাড়া করা আন সুপাড়ির মার গুলি
কেড়ে কুড়ে নাও জীবন ইস্তেহার !
ঈর্ষা লোভের নৃশংসতায় ছড়ানো
সাধনার ফল মাঠ জুড়ে হাসি তামাশা
লোকালয় যেন সহসা অঙ্কুরিত
বিচ্ছেদ গড়ে মস্করা আজও সহসা !


কি আছে জন্মে পাপ ক্ষয় কতটুক
লুটে'তো মেরেছ নি:শেষ পরাভূত
আরো কত নৃশংসতা,সবটা পূর্ণ হলে
চাওয়া পাওয়া হবে শেষ ও ভস্মীভূত !
নরক চড়েছে ভিটেতে,লুটেছ ইচ্ছেমত
কিনেছ মূল্যে আমায়,কিংবা বাহুর বলে
দখল পেশির ক্ষমতায় উদ্ধত
আজও সংকট তেমনি, দুর্বহ কোলাহলে !