রবেন দ্বীপের পাথর স্তূপে লেখা আছে ইতিহাস
দীর্ঘ দাবীর ক্ষীণ হয়ে আসা ক্লান্তির পরিহাস।


বল্লমে খোঁচা শ্রমিক শ্রেনির মাথার দন্ড হয়ে
সইল না ওরা করে দিল খাঁড়া অহেতুক কোনো ভয়ে।


সেদিনের গতি থেমেছিল বুঝি শ্রেণী শত্রুর দায়
বল্লম দলে বুঝি বা সবলে হেনেছিল দীনতায়।


মাদিবা তখন হেঁটেছিল পথে কালো মানুষের দলে
সমুখে তখনো সাদা চামড়ায় দাগ ছিল রোষানলে।


পারো নি সহিতে ওদের প্রতাপ যদিও করেছে ক্ষীণ
রবেন ভূমে ২৭বছর প্রতি পলে তার পূর্ণ করেছো ঋণ।


বাধতে পারেনি শৃঙ্খল কোনো ফেব্রুয়ারী সকাল
দেশ দেখেছিল কারাগার নয় মুক্ত মানুষ ঢল্।


উড়িয়ে দিল আকাশ জুড়ে স্বাধীনতার মেলা
এনেছো ছিনিয়ে মুক্ত সকাল নেলসন্ ম্যান্ডেলা।


রাষ্ট্র ক্ষমতা মেনেছে তোমার অটুট সাহস বল
রেখে গেলে তাই আসল মহিমা মুক্তির সম্বল........