লাল পাড় শাদা শাড়ি'
----------------------------------
ডগ শো ভেস্টিভেলের ছাপ্পান্নতম প্রদর্শন
এখন ডগেরা আন্ডার ওয়ার্ল্ড
মিশাইল বডি ঝাঁকিয়ে লাফিয়ে উঠছে বারংবার
বহু বহু দিন দেখা পায় নি মিসেস লুসিয়ানদের
সঙ্গে ল্যাজের মাস্কারা স্টেপকাট ডায়ে বায়ে
বিন্যস্ত,যেমন যেমন পশ্চাৎদেশ ঘোরাবে সে !
কি জানি এভাবেই ঘুরে ঘুরে
হয়ে গেল বিখ্যাত, গিনেজ রেকর্ড, বৈষ্ণব পদাবলীর
আট দশখানা রেকর্ড মার্কেট|
কি না হয় প্রেম দিলে, ফ্যাল ফ্যাল চেয়ে থাকেন
পটচিত্রের রবীন্দ্রনাথ|
হাবাগোবা জীবনানন্দও কেঁদে ফেলেন পুরোনো
পংক্তিগুলো পড়ে --- এহ্হে এলেবেলে, আরেকটু--- |
কোঁচা তুলে ছুট, শরতের বৈষম্যের ঘরে
একরাশ উগ্রপন্থীর আচমকা হানা, পিঁষে গুড়িয়ে ফেলা হল
শহরের সমস্ত কলমের মাথা,ভোতা মাথায় এখন তারা
শৈশব বাক্সের একেক'টি চারিত্রিক উপাদান | শিশুগুলো
নাচাচ্ছে,কাঁদাচ্ছে,হাসাচ্ছে,দোলাচ্ছে --- তারপর ছুড়ে
ফেলে দিচ্ছে সূক্ষ্মতর দিকে|
রাম্পে একশত ডগের চেইন হাতে নেটিজেনদের
কম্পন ধরাচ্ছে বডি ওয়েটে ,
ফরেন ব্রাশের ঝকঝকে দাঁত উচিয়ে বিবিধ গর্জনে
বেঁজে উঠছে উর্দ্ধমুখী একে ফর্টি সেভেন ----
দর্শকাসন থেকে নেমে আসছেন রাজা মুগ্ধ চোখ মুখ
ডগেদের সুন্দর,সুঠাম আদ্রার মাথায়
ঝলসে উঠল শ্রেষ্ঠ শিরোপা,বাকিদের ক্রমান্বয়ে -----
লুব্ধ জনতা , কেবিন বন্দী শো মগ্ন মানুষ |
হঠাৎই মুক্ত করা হল মরিয়া ক্ষিপ্র ডগিদের,
ছত্রভঙ্গ জনতার মাথা ,শরীর,প্রত্যঙ্গ, ছাপিয়ে ,ঝাঁপিয়ে,
ধূলো উড়িয়ে, শুধু ছুট আর ছুট